গফরগাঁও প্রেসক্লাবের নয়া সভাপতি মিন্টু, সাধারণ মারুফ
প্রকাশিতঃ ৫:১৪ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৯
তারেক সরকার, গফরগাঁও ঃ গফরগাঁও প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যকরী পরিষদের নির্বাচন শুক্রবার (১২ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে শফিউল আলম মারুফ (দৈনিক মানব জমিন) নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে মানসুর আহম্মেদ, যুগ্ম সম্পাদক পদে রুকুন উদ্দিন সবুর, কোষাধ্যক্ষ পদে মোফাজ্জল আনসারী, নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, ফকির এ মতিন, শেখ আব্দুল আওয়াল, ও আব্দুস সালাম সবুজ নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এইচ কবির টিটু।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদির, সাংবাদিক এইচ কবির টিটু এবং আফাজ উদ্দিন।


