|

বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিতঃ ১:১৩ পূর্বাহ্ণ | জুলাই ১৭, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই রবিবার বিকেলে মতিঝিলে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রধান কর্যালয় ওই আহবায় কমিটি গঠন করা হয়। এতে অপরাধ সংবাদ.কমের সম্পাদক খায়রুল আলম রফিককে আহবায়ক ও দি ঢাকা ক্রাইম নিউজ.কমের সম্পাদক আতাহার হোসেন সুজনকে যুগ্ম আহবায়ক করে মোট ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তাছাড়া (১) খাইরুল ইসলাম আল আমিন প্রকাশক দুর্নীতি বার্তা.কমকে যুগ্ম আহবায়ক, (২) সোহেল রেজা সম্পাদক নেত্রকোণার আলো.কমকে যুগ্ম আহবায়ক (৩) মাসুদ রানা সম্পাদক ও প্রকাশক বরিশাল পিপলস.কমকে যুগ্ম আহবায়ক, (৪) কাজী মামুন সম্পাদক কাজী টিভি.কমকে যুগ্ম আহবায়ক,

সম্মানিত সদস্য, আমাদের কণ্ঠ ডটকম এর নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ, বাংলার আওয়াজ ডটকম এর সম্পাদক সাদ্দাম হোসেন, বরিশাল ওয়ান নিউজ ডটকম এর প্রকাশক শাহরিয়ার হাসান বিপ্লব, বাংলার মুখ ২৪ ডটকম এর প্রকাশক পলাশ চৌধুরী, দৈনিক দখিনের কন্ঠডট কম এর প্রকাশক আবু মাসুম ফয়সাল, দেশ ১ নিউজ ডটকম এর সম্পাদক সুমন হালদার আশীষ, বাংলার কথা ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক মাহিদ খান, কলমের কণ্ঠ ডটকম এর সম্পাদক আকরামুল হুদা বাপ্পি, যুগযুগান্তর ডটকম এর চেয়ারম্যান তারেক আহম্মেদ, আর্থটাইমস ২৪ ডটকম এর সম্পাদক জাকারিয়া আলম দিপু, দখিনের বার্তা ডটকম এর সম্পাদক তানভির আহম্মেদ অভি, বাংলার কথা ২৪ ডটকম এর সম্পাদক আমিনুল ইসলাম, ডেইলি খবর বরিশাল ২৪ ডটকম এর সম্পাদক এইচ আর হীরা, জনতার কথা ডটকম এর সম্পাদক কাজি বশির, ভয়েজ অব বরিশাল ডটকম এর সম্পাদক এইচ এম হেলাল, অগ্রযাত্রা ডটকম সম্পাদক সাবিহা উর্মি, আলোকবার্তা ডটকম সম্পাদক আবু বকর সিদ্দিক, বরিশালের প্রহর ডটকম প্রকাশক মো. নাছমি শরীফ, বরিশালের প্রহর ডটকম সম্পাদক নাজমুন্নাহার শরীফ, বরিশাল ১ নিউজ ডটকম সম্পাদক রাইসুল ইসলাম অভি, আজকের বর্তমান সময় ডটকম সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, চ্যানেল ডিটিভি সম্পাদক আবুল বাশার লিংকন, চ্যানেল ডিটিভি ডটকম নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ত্রিশাল বার্তা ডটকম সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ভালুকার খবর ডটকম সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, ডেইলি আমাদের বাংলাদেশ ডটকম সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, দখিনের কাগজ ডটকম সম্পাদক কিবরিয়া মাহমুদ, দখিনের খবর ডটকম সম্পাদক আজাদ আহমেদ, আমাদের সংবাদ ডটকম সম্পাদ আল মামুন খান, বর্তমান সংবাদ ডটকম সম্পাদক তুহিন হাসান, আশুলিয়া এক্সপ্রেস ডটকম সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, রংধনু ২৪ ডটকম সম্পাদক কামরুল হাসান রুবেল, ঢাকা নিউজ ২৪ ডটকম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, তথ্যপত্র ডটকম সম্পাদক শফিকুল ইসলাম আরজু, ৭৫ বাংলাদেশ ডটকম- সম্পাদক বদরুল আমীন। আগামী ৯০ দিনের জন্য উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়।

Print Friendly, PDF & Email