|

ভালুকায় মিনি বাস ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত – ২

প্রকাশিতঃ ১২:৪৫ পূর্বাহ্ণ | জুলাই ২৬, ২০১৯

সারোয়ার হাসার সজিব, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় রিক্সাচালক ও এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার অবদার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এত ঘটনা স্থলেই রিক্সার যাত্রী নিহত হয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতাবস্থায় রিক্সা চালককে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে হাপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ‘ঘটনার সময় ঢাকাগামী গ্রামীণ সেবা পরিবহণের একটি যাত্রীবাহি বাস উল্টোপথে আসা একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সার যাত্রী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খলিলুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। অজ্ঞাত পরিচয়ের রিক্সা চালক (৩০) কে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পর মারা যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রিক্সাচালকের পরিচয় পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email