|

ভালুকা ক্লাবের উদ্যেগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ৬:২৫ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ‘ভালুকা ক্লাব’ এর উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” এর সহযোগীতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ‘বাংলাদেশ রেলওয়ে সরকারী প্রথমিক বিদ্যালয়’ ও ‘বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে’ আশ্রয় নেওয়া প্রায় ৫শত অসহায় ও দুস্থ বন্যাদূর্গতদের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যন্নদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা ক্লাবের উপদেষ্টা সামিউল ইসলাম শিশির খাঁন, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, দেশ সেরা তরুণ উদ্ভাবক সম্মাননা প্রাপ্ত বিজ্ঞানী মো. তৌহিদুল ইসলাম, সভাপতি সুমন খাঁন, অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান জনি, সাংবাদিক বদিউজ্জাম, স্বেচ্ছাসেবী শামিম চৌধুরী, মো. সেলিম মিয়া, সুুজত মিত্র, রামিম হাসান, আলম, মাহিত, শাওন, নিলয় প্রমুখ।

Print Friendly, PDF & Email