ভালুকায় সোলার সিস্টেম বিতরণ
প্রকাশিতঃ ৩:৫৫ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অঅওতায় সোলার সিস্টেম বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষ প্রকল্পের ওই কর্মসূচিটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ওয়াদুদ হোসেন, হালিমুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা প্রমুখ।


