ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রলীগ নেতার জনসচেতনামূলক প্রচারণা
প্রকাশিতঃ ১২:১১ পূর্বাহ্ণ | আগস্ট ০২, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ সুজনের নেতৃত্বে জনসচেতনতার লক্ষ্যে পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলকে সচেতনার আহবান জানান। বুধবার দুপুরে তিনি এডিস মশা কিভাবে নির্মূল করা যাবে, এডিস মশা কখন আক্রমণ করেন, এডিস মশা কিভাবে প্রতিহত করা যায়, এডিস মশা থেকে কিভাবে নিজেকে ও পরিবারকে কি করে নিরাপদে রাখা যাবো এসব বিষয় নিয়ে নিজ এলাকায় নারী পুরুষের সাথে কথা বলেন।
ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ সুজনের সাথে কথা তিনি বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমি আমার এলাকা এবং আশেপাশের মানুষজনকে সচেতন করার লক্ষ্যে কাজ করছি। এডিস মশা বা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা আমাদের সকলের দায়িত্ব। আমি বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্রতম কর্মী হিসেবে চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। আমার বিশ^াস সকলে মিলে মিশেই দেশটাকে সুন্দর করে সাজানো সম্ভব”।


