ভালুকায় পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিতঃ ১১:০৯ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৯
ভালুকা উপজেলায় পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ কোয়াটার চত্ত্বরে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। পাখির প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে ব্যাতিক্রমি এ কার্যক্রমটির আয়োজক ও উদ্যোক্তা ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
“পাখি বাঁচাও,পরিবেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রম বাস্তবায়নের সহায়তা করবেন সমাজ সেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়”।
পর্যায়ক্রমে গোটা উপজেলায় পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, শেফার্ড গ্রুপ লিঃ এর ডিজিএম মোখলেসুর রহমান, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাস বাদশা, মলিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসেন ও ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, ভালুকা আইসিটি ক্লাবের সভাপতি এম এম জুবায়ের রাজু, “অভ্যুদয়” সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেল, সহ-সভাপতি খোরশেদ আলম ইমন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াদ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব জেহাদী, সেলিম মিয়া, সৃজন সরকার প্রমুখ।


