|

ভালুকায় বসতবাড়িতে অগ্নিকান্ড, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশিতঃ ৭:৩২ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় এক যুবলীগের নেতার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির চারটি ঘর পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগনেতা নূরুল হকের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগনেতা নূরুল হকের সিডষ্টোর খিলবাড়ি পাড়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রকিবুল হাসান জানায়, রাত অনুমানিক ৩ টার সিময় বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সারা বাড়িতে আগুণ ছড়িয়ে পরে। এতে চারটি বসতঘর সম্পুর্ণ পুড়ে ভষ্মিভূত হয়। বাড়ির মালিক নূরুল হক জানান, ঘরের আসভাবপত্র, কাপড় চোপর, স্বর্ণালংকার ও টাকা পয়সাসহ তার নপ্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email