|

ত্রিশালে চেয়ারম্যানের বিরোদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মার্কেট ভাংচুর এর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৫:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৯

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো’র বিরোদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে তাঁর মার্কেট ভাংচুর ও দখলের প্রতিবাদে মানববন্ধন করছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের সাইনবোর্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, জৈনক সবিনুর রহমান গংরা পরিকল্পিত ভাবে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টোকে কারাগারে পাঠিয়ে মার্কেট দখল করেছে।

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে সাইনবোর্ড বানার পার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধে বক্তারা বলেন, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টোকে প্ররিকল্পিত ভাবে কারাগারে পাঠিয়ে তাঁর মার্কেট দখল করেছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। জৈনক সবিনূর রহমানকে আইনের আওতায় আনতে হবে।

Print Friendly, PDF & Email