ভালুকায় মেজর আফসারের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিতঃ ১২:০৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: মহান মুক্তিযুদ্ধে এফ.জে সেক্টর-১১ এর সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহাম্মেদের ২৬তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, এবাদুল করিম এমপি, স্থানীয় সাংসদ ও মেজর আফসার উদ্দিন আহাম্মেদের সন্তান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, মেজর আফসার স্মৃতি সংসদের সভাপতি মিয়া চাঁন প্রমুখ।
এছাড়াও তার পরিবারের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, ফাতেহাপাঠ, দিনব্যাপী কোরআনখানী ও বাদ যোহর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


