সুসময়ে দিন কাটাচ্ছেন মডেল স্বাধীন
প্রকাশিতঃ ১১:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: সুসময়ে অত্যান্ত ব্যস্ত সময় পার করছেন মডেল স্বাধীন। বর্তমানে শুটিং নিয়ে প্রচন্ড ব্যস্ত সমায় কাটাচ্ছেন জনপ্রিয় এ মডেল।
অত্যান্ত সুসময়ে টানা শুটিংয়ের মধ্যে চলছে ঢাকা এবং ঢাকার বাহিরের স্পষ্ট গুলোতে।
শিল্পী ওয়াসীসের গান এর শুটিং শেষ করেছেন কিছুদিন আগেই। কান্দি দিবানিষি, অপরিজিতা, আতিফ আসলামের বেহায়া মন, আল- আমিন খানের আরো তিনটি গান, এছাড়াও পেইজ এবং ব্রান্ডিং কাজ নিয়ে ব্যস্ততা চলছে। নাটক, ছোট ভাই নিয়েও কথা চলছে এই উদিয়মান মডেলের। অতি শীগগির চুড়ান্ত হবে বলে আশা করছেন মডেল স্বাধীন।
এছাড়াও বেশ কিছু কাজ রিলিজেন অপেক্ষাতে আছেন তিনি।
মডেল স্বাধীনের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে চায়। সাস্কৃতিক অঙ্গনে ভালো কিছু করার স্বপ্ন দেখি সবসময়। আমি দেশবাসীর দোয়া ও সহযোগীতা চাই।


