|

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত, ইয়াবা ও হিরোইন উদ্ধার

প্রকাশিতঃ ৪:১৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০১৯

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেয়ে শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ‘ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান যায় ডিবি পুলিশের দু’টি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মাদকবিক্রেতারা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে’ ।

Print Friendly, PDF & Email