ভালুকায় মাছের সাথে শত্রুতা, ৬০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিতঃ ১২:১৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০১৯
অানোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেনজেনা গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলামের মাছের খামারে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুষ্কৃতিকারীরা। এতে প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে গেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।
সূত্র জানায়, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের নারাঙ্গী মৌজার পৈত্রিক চার একর জমিতে একটি মাছের খামার করেন স্থানীয় শহীদ মেম্বার। এক বছর আগে খামারে সত্তর হাজার শিং ছাড়াও বিভিন্ন প্রজাতির পৌনে ৬ লাখ মাছ ছাড়েন। এরপর থেকে খাদ্য ক্রয় করে মাছগুলোকে লালন-পালন করছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফিশারি দেখে বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে তিনি খবর পান তার ফিশারির মাছ মরে গেছে। তাৎক্ষণিক খামারে গিয়ে দেখেন, বিপুল পরিমাণ মাছসহ ব্যাঙ, সাপ, কীটপতঙ্গ মরে পানিতে ভাসছে।
ভুক্তভোগী ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, গত এক মাস আগে স্থানীয় ফজলুল হকসহ আরও কয়েক ব্যক্তি ওই খামারের পাড়ের বাঁধ ও বানা কেটে দেয়। ওই ব্যক্তিরাই তার খামারে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তার ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি ভালুকা মডেল থানায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


