|

ভালুকায় নিজ রোলারে নিচে পড়ে চালকের মৃত্যু

প্রকাশিতঃ ১১:৩৬ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারটেক্স ডেনিশ মাল্টিপারপাসে নিজের চালানো রোলারে পিষ্ট হয়ে শাজাহান মিয়া (৫২) নামে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের শাহজাহানের বাড়ি লক্ষ্মীপুর জেলার শ্যামগঞ্জ গ্রামের ওয়ালি উল্যাহর ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া অবস্থিত পারটেক্স ডেনিশ মাল্টিপারপাস কোম্পানির বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া অবস্থিত পারটেক্স ডেনিশ মাল্টিপারপাস কোম্পানিটির সম্প্রসারণের কাজ চলছে। মিলের রাস্তার কাজের জন্য রোলারটি ভাড়া করে আনা হয়। মঙ্গলবার দুপুরের দিকে রাস্তার কাজ করার সময় হঠাৎ করে রোলারটির চাকায় কিছু আটকে যায়। এ সময় রোলারের ইঞ্জিনটি চালু অবস্থায় রেখে শাজাহান মিয়া নেমে এসে রোলারটির চাকা দেখতে যান। এ সময় আচমকা রোলারটি সামনের দিকে চলতে থাকলে রোলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Print Friendly, PDF & Email