ভালুকায় অসহায় শিতার্তদের জন্য ‘মানবতার দেওয়াল’
প্রকাশিতঃ ১২:২৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণহীন ও আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিতার্ত ছিন্নমূল মানুষের জন্য ‘মানবতার দেয়াল’ চালু করা হয়েছে। সোমবার সকালে ভালুকা সরকারি কলেজের মসজিদ গেইট সংলগ্ন একটি দেয়ালে ব্যাতিক্রমী ওই মানবিক কাজের উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুর রউফ।
এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার শিতার্ত যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।
মানবতার দেয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখান থেকে নিয়ে যায়’। এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়।
এসময় অন্যন্নদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের অধ্যাপক আবুল হাসেম, ব্যবসায়ি ও সমাজকর্মী আলহাজ্ব সাইফুল ইসলাম, ভালুকা সরকারি কলেজ মসজিদের ইমাম, সেচ্ছাসেবী সংগঠন বর্ণহীন এর উপদেষ্টা প্রভাষক জাহিদুল ইসলাম সুবীন, ইফতেখার আহমেদ সুজন, বর্ণহীনের সভাপতি হাবিবুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রাহাত, জাহিদুল ইসলাম আপন, আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের সহ-সভাপতি ফাহিম রহমান তন্ময়, আমিনুল ইসলাম অনিক, সানি, মুত্তাকিন সহ সংগঠনের সদস্য ও এলাকাবাসি।



