|

বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৪১ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল ২৮ জানুয়ারি ২০২০ (মঙ্গলবার) মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শাহাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারী।

বক্তব্য রাখেন,আলহাজ্ব মো.শাহাব উদ্দিন তালুকদার, সুপার শেখ খাইরুল বাশার,মহিলা ইউপি সদস্য মিসেস নাজমা ইসলাম,মো.রফিকুল ইসলাম,অভিভাবক প্রতিনিধি মো.আসাদুল্লাহ, প্রাক্তন ছাত্র মঞ্জুর মাহমুদ,সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ জিহাদি,শাকিব খান,বড়চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির,সহকারী সুপার মাওলানা আবদুল জলিল,সহকারী শিক্ষক সফিউল্লাহ লিটন প্রমুখ।

মাদরাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ফিরুজ মিয়া,মহিলা অভিভাবক সদস্য সালমা খাতুন,আলহাজ্ব আব্দুল মতিন মোল্লা, আব্দুল খালেক মোল্লা,আলহাজ ফয়েজ আলী,সিদ্দিকুর রহমান, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার ইমরান মোল্লা,শামীম খান,মনির হুসেন, হাফিজ,শিক্ষক -কর্মচারী, অধ্যয়নরত, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সফিউল্লাহ লিটন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী সুপার মাওঃ আব্দুল জলিল।

Print Friendly, PDF & Email