|

ভালুকা হেল্পলাইনের উদ্যোগে ৪য় পর্বের কম্বল বিতরণ

প্রকাশিতঃ ১:৪৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকার জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইনের উদ্যোগ ও আয়োজনে ৪য় পর্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পূর্ব ভালুকার কোনাপাড়া গ্রামে আসহায় গরিব বয়োবৃদ্ধ প্রায় অর্ধশতাধীক নারী ও পুরুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শেফার্ড গ্রুপ লিঃ ভালুকার ডি.জি.এম মোকলেসুর রহমান।

এসময় অন্যন্নদের মাঝে আর উপস্থিত ছিলেন ভালুকা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক সরকার, রফিক-রাজু স্কুল ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ও এডমিন ইমন তালুকদার সাগর, ভালুকা হেল্পলাইনের এডমিন আসাদুজ্জামান সুমন, আকাশ মন্ডল টুটুল, রুবেল সরকার, রিয়াদ আমান হাবিবুল্লাহ জেহাদী, আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, মেহিদি হাসান মুন প্রমুখ।

Print Friendly, PDF & Email