ভালুকায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশ
প্রকাশিতঃ ৬:৪৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৬, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকাল চারটায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন।
বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠান, যুবলীগের সভাপতি আতিকুল ইসলাম পাঠান, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, ভাছেন মেম্বার, ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনজুরুল হক মিন্জু সাংবাদিক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাইন উদ্দিন বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, যে কোন প্রয়োজনে আপনারা থানায় আসবেন আমরা সকল সেবায় আপনাদের কাছে বদ্ধ পরিকর। যে কোন প্রয়োজনে আপনারা ৯৯৯ এ ফোন করবেন।’



