ভালুকায় মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিতঃ ৫:৩৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়ে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মার শভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অন্যান্নদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল বাশার, জাইকার প্রতিনিধি আবু রায়হান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, সহকারী স্যানেটারী কর্মকর্তা কে বি এম তারিকুজ্জামান মিষ্টি, এস আই টি সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত স্বাস্থ্য পরিবার কল্যানের সহকারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রাম পর্যায়ে মানুষ কে সচেতন করে যেভাবে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।


