|

ভালুকায় ইটিপি ব্যবহারকারী শিল্প উদ্যোক্তাগণের সাথে মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৬:২৪ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ইটিপি ব্যবহারকারী শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ ও উপজেলা প্রশাসেেনর আয়োজনে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান।

অন্যানদের মাঝে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক ফরিদ উদ্দিন, উপ পরিচালক নূরে আলম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম. শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাংবাদিক আসাদুজ্জামান ফজলু, মোখলেসুর রহমান মনির, মাহমুদুল হাসান ফুরাত, আসাদুজ্জামান সুমন, শেফার্ড গ্রুপের ডিজিএম মোকলেসুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email