|

ভালুকায় বালুভর্তি ট্রাক চাপায় নিহত ২

প্রকাশিতঃ ১:০৯ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: শুক্রবার সকালে ভালুকা পৌরসদরের নতুন বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। নিহত দুই জনের মধ্যে এক জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি ড্রাম ট্রাক ইউটার্ন করার সময় একটি ব্যাটারী চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সা চালক ও যাত্রী কুমিল্লার বরিংচর উপজেলার হারুনুর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৪২) নিহত হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রিকশা চালকের পরিচয় জানা যায়নি।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বলেন, ‘মহাসড়কে ইউটার্ন করার সময় ড্রাম ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই রিকশা চালক ও যাত্রী নিহত হয়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় উৎঘাটনের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email