|

মানবজমিনের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে ভালুকায় প্রতিবাদ সভা

প্রকাশিতঃ ৬:১৮ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ মোট ৩২জনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে মানবজমিন ভালুকা প্রতিনিধি মনিরুজ্জামান খানের সার্বিক তত্তাবধানে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি এস. এম. শাহজাহান সেলিমের
(মোহনা টিভি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ আলীর (এশিয়ান টিভি) পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল (ব্রহ্মপুত্র এক্সপ্রেস), সহ-সভাপতি আতাউর রহমান তরফদার (সংবাদ) ও এম.এ সবুর (সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সাজু (অদম্য বাংলা), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত), মোখলেসুর রহমান মনির (কালের কণ্ঠ), হাদিকুর রহমান হাদিস ( দৈনিক আজকের ময়মনসিংহ), আলমগীর হোসেন (এনটিভি), জহিরুল ইসলাম জুয়েল (যুগান্তর), শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), কামরুল আরেফিন (ভালুকার খবর), আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন), আফরোজা আক্তার
জবা (আজকের বাংলাদেশ) প্রমুখ।

সভায় বক্তারা, মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানীমূলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অতি বিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে জানান।

Print Friendly, PDF & Email