|

ভালুকায় করোনা সচেতনতায় হবিরবাড়ি ছাত্রলীগ সভাপতি অনিকের নানা তৎপরতা

প্রকাশিতঃ ৭:১২ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে সচেতন করতে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনামূলক লিফলেট, মাস্ক ও হেন্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার তাঁর ব্যাক্তিগত অর্থায়নে প্রায় ৫শত সচেতনতামূলক লিফলেট, ৫শত মাস্ক ও ৫শত হেন্ড সেনিটাইজার বিতরণ করেন।

শুক্রবার বিকালে উপজেলার সিডষ্টোর বাজারের আশে পাশে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনিক রাস্তায় হেটে হেটে পথচারী, দোকানী ও ফুটপাত ব্যবসায়দের মাঝে এসব বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহ আলম শামিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আহাম্মেদ ইসতিয়াক, আসাদ আহাম্মেদ প্রমুখ।

হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক তালুকদার বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশে জনহিতকর কর্মকান্ডের মাধ্যমে দেশরতœ শেখ হাসিনার ঘোষিত ভিশন ২১ এবং ভিশন ৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিতে ছাত্রলীগ বাঙালী জাতির প্রতিটি ক্রান্তিকালীন সময়েই আর্তমানবতার সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়েছে অসীম সাহসে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মাফিক আমার এ ক্ষুদ্র প্রয়াস। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমি আমার সাধ্যমত চেষ্টা করবো মানুষের পাশে থাকার।’

Print Friendly, PDF & Email