|

ভালুকায় ফ্রেন্ডস কমিটির পক্ষ থেকে অসহায় পরিবারদের ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ১:০৫ পূর্বাহ্ণ | এপ্রিল ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় করোনায় উপার্জনক্ষম হয়ে যাওয়া অসহায় পরিবারদের ত্রাণ প্রদান করেছে স্চ্ছোসেবী সংগঠন ফ্রেন্ডস কমিটি,ভালুকা এর সদস্যরা।

সোমবার বিকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনার কারনে উপার্জন করতে না পারা পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেন সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শুভন, মেহেদী, মাহফুজ, অমি, অর্নব, তুহিন, মাসুম, তারিফ, অনুপম, প্রান্ত প্রমুখ।

ফ্রেন্ডস কমিটি ভালুকা এর সদস্যরা জানান, ‘করোনার কারনে কর্মহীন হয়ে পড়া মানুষেরা যেন অনাহারে দিন না কাটায় এ মানবিক দিক বিবেচনা করে সংগঠনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড খুঁজে খুঁজে প্রায় ৮০ টি পরিবারকে আমরা ত্রাণসামগ্রী দিতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করবো।’

Print Friendly, PDF & Email