|

স্বেচ্ছাসেবীরা কারো টাকার কেনা গোলাম নয়!

প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ণ | এপ্রিল ২১, ২০২০

হাবিব জিহাদীঃ

কোন ভৃমিকা না নিয়েই দুই একটি কথা বলছি।
ভুল হলে বা কেউ মনে কষ্ট পেলে মাফ করবেন!

রাত ২.৩০ মিনিটে কল ভাইয়া আমার বউয়ের সিজার রক্ত লাগবে। রাত ৩.৩০ মিনিটে কল ভাইয়া আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়া আমার ছেলের আগামী কাল ফরম ফিলাপের লাষ্ট ডেইট।
ভাইয়া টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারছিনা।

ভাইয়া আজ তিনদিন আমার ঘরে কোন খাবার নেই এমন হাজারো কলের পর যিনি তার পরিবারকে কখনো মিথ্যে বলে আবার কখনো সত্যটাকে আঁড়াল করে রাতদিন নিজেকে সপে দিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করেন বিনা পরিশ্রমে একটি তৃপ্তির হাসির বিনিময়ে তিনিই স্বেচ্ছাসেবক।

সুতরাং তারা কারো টাকার কেনা গোলাম নয়!

এবার আসুন…..
করোনা!

যখন ডাক্তার, পুলিশ, আর্মি ও সরকারি প্রশাসকনিক কর্মকর্তা
দেশকে করোনা মুক্ত রাখতে রাতদিন সরকারি নির্দেশে কাজ করে যাচ্ছেন,
তখন তাদের সাথে কোন পার্সোনাল নিরাপত্তা ব্যবস্থা না থাকা সত্ত্বেও
জীবনের মায়া ত্যাগ করে

লক ডাউন নিশ্চিত করতে
কর্মহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে
আক্রান্ত রুগিকে হাসপাতালে নিতে
মৃত্যু বরণকারীদেরকে দাফন/কাফনের ব্যবস্থা করতে
সেই মাঠে কিন্তু
অন্য,কেউ নেই!
সেই স্বেচ্ছাসেবী ছাড়া!

এতো…….
কোরবানির পরেও
সন্ত্রাসীদের হামলার শিকার এই স্বেচ্ছাসেবী
এখন জীবন মরন যুদ্ধে!

প্রশাসন সহ সকল দায়িত্বশীলদেরকে অবহিত করার পর….
তারা বিষয়টি দেখবে
বললেও
আজ পর্যন্ত এই স্বেচ্ছাসেবীকে কেউ দেখতেও যায়নি।

পরিস্কার কথা…..
আমরা কাউকে নেতা বানাতে
বা কাউকে নেত্রীত্ব থেকে নামাতেও কাজ করিনা।

নিজের খেয়ে
নিজের পরে
বিনা স্বার্থে কাজ করি
সৃষ্টিকর্তাকে খুশি করতে।

সুতরাং….
স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে কেউ রাজনীতি করবেন না প্লিজ।

আমরা যদি কাচিনার ঘটনার সঠিক
সমাধান না পাই
তবে…..
আমাদের উপর এই অন্যায় ভাবে
সন্ত্রাসী হামলার বিচারের জন্য রাস্তায় নামতে দ্বিধা করব না!

কারণ…..
আমাদের জীবনেরও মৃল্য আছে…..

লেখকঃ
হাবিব জিহাদী
শিক্ষক, সমাজকর্মী

Print Friendly, PDF & Email