|

ভালুকায় আ‘লীগ নেতার পক্ষ থেকে সবজি বিতরণ

প্রকাশিতঃ ৮:১১ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়েপরা ঘরবন্ধী প্রায় চারশত পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে ১টন সবজি উপহার দিয়েছেন আ‘লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ। ররিবার পৌরসভার ৮নং ও ৯নং ওয়ার্ডে পিকআপভ্যানে করে ওই সবজি বিতরণ করা হয়।

বিতরণকৃত সবজির তালিকায় ছিলো, আলু, টমেটো, করলা, লেবু, ডেরশ, ডাটা, মিষ্টি কুমড়া।

আ‘লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আদেশ ও সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ভাইয়ের দিক-নির্দেশনায় উপহার স্বরূপ সবজি বিতরণ করেছি। করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়া ও লকডাউনের কারনে বাজারে যেতে কষ্ট হওয়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই আমার এ উদ্যোগ। চলমান এ কার্যক্রমটি আজকে থেকে শুরু করেছি, ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রমজানজুড়ে অব্যাহত রাখবো (ইনশাআল্লাহ)।’

Print Friendly, PDF & Email