|

ভালুকায় আ‘লীগ নেতার পক্ষ থেকে ১২ হাজার ডিম বিতরণ

প্রকাশিতঃ ৪:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়েপরা মানুষের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ১২ হাজার মুরগীর ডিম উপহার দিয়েছেন আ‘লীগ নেতা আকতার হোসেন সরকার। সোমবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৬টি ওয়ার্ডে ওই ডিম বিতরণ করা হয়।

স্থানীয় বরাইদ বাজারে ওই ডিম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, তাপস ভদ্র, সাবেক ইউপি মেম্বার আতিকুর রহমান রিটু, লোহাবৈ এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আশরাফুল আলাম, শহিদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।

আ‘লীগ নেতা ও স্থানীয় শহিদ শামসুদ্দিন স্কুল ও কলেজের আকতার হোসেন সরকার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আদেশ ও সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ভাইয়ের দিক-নির্দেশনায় উপহার স্বরূপ কর্মহীন মানুষের মাঝে ডিম বিতরণ করেছি। করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়া ও লকডাউনের কারনে বাজারে যেতে কষ্ট হওয়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই আমার এ উদ্যোগ।’

Print Friendly, PDF & Email