|

ভালুকায় আল-কুরআন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৯:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উপজেলার পাড়াগাঁও গ্রামের ৫০ টি পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ইফতার সামগ্রী বিতরণের আগে করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম ইসমাইল, সমাজ সেবক ডা.রফিকুল ইসলাম, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুূদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমন, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শারফুল ইসলাম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তানজিলা নীল, জেসমিন জেমি, সাখাওয়াত হোসাইন সুমন, রাকিবুল ইসলাম রাকিব, রেজাউল খান শামিম, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আনসারী আকরাম, কাউসার আহমেদ, ইমরান মোল্লা, আকরাম কুমার, সেলিম মিয়া, আরিফ, রাকিব সিকদার, শরিফ কুমার, আরাফাত সানী, আশিক আরাফাত, নাফিউল হক, মাসুদ কুমার, জাহাঙ্গীর প্রমুখ।

উপহার সামগ্রী প্যাকে দেওয়া হয়, চাউল, ডাল, ছোলা, মুড়ি, খেজুর।

আল-কুরআন ফাউন্ডেশন পরিবার এর এই কার্যক্রম চলমান রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু । ভবিষ্যতে এই সংগঠনের সকল উন্নয়ন মূলক কাজে নিজে শরিক থাকার ইচ্ছে প্রকাশ করেন এবং তিনি এই সংগঠনের সামাজিক সকল কার্যক্রমের প্রসংশা করে সাধুবাদ জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী জানান, ‘ নিজেদের সামাজিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ।যারা এই আয়োজনটিতে সহযোগীতা করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা।সকলের সহযোগীতা পেলে এই কার্যক্রম পুরো রমজান মাসে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

Print Friendly, PDF & Email