|

ধান কাটতে যাননি এমপি ধনু, এনেছেন ধান কাটার মেশিন

প্রকাশিতঃ ৮:১০ অপরাহ্ণ | মে ০১, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিনিধি: মযমনসিংহের ভালুকার কৃষকের জন্য এবার যুগান্তকারী এক উদ্যোগ নিলেন ময়মনসিংহ ১১ আসনের (ভালুকা) সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। ভালুকার কৃষকদের সুবিধার্থে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৫০% ভতুর্কি মূল্যে সরকারিভাবে নিয়ে এসেছেন তিনি।

করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন কৃষকেরা । ঠিক সেই মুহূর্তে ভালুকার কৃষকদের জন্য স্বস্তিদায়ক সংবাদ দিয়েছেন এমপি ধনু। তার অনুরোধে সরকারের কৃষি মন্ত্রণালয় ভালুকা উপজেলার জন্য ১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছেন ভতূর্কি মূল্যে ।

জানা গেছে, গত ১৫ দিন আগেই ভালুকায় এসেছে সেই মেশিন। এবং অল্প কয়েকদিনের মধ্যে আরও ২টি মেশিন ভালুকায় পৌঁছাবে। ১লা মে শুক্রবার উপজেলার বাটাজোর গ্রামে এই মেশিন দিয়ে ধান কাটার শুভ উদ্বোধন করেন সাংসদ ধনু।

করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায়  কৃষি বান্ধব মাননীয়  প্রধানমন্ত্রী বার বার তাগিদ দিয়েছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষক ও দেশের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর এ কারনেই সাংসদ ধনু ও উপজেলা কৃষি অফিসের যৌথ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার কম্বাইন্ড হারভেস্টার মেশিন পেয়ে অনেক খুশী ভালুকার প্রান্তিক কৃষকরা।  

কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম,এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয় সাথে সাথে এটি মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষককের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় ভালুকার মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবে কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তার জানান, আমাদের মাননীয় এমপি মহোদয় ও আমাদের অফিসের যৌথ প্রচেষ্টায় হারভেস্টার মেশিনটি ২৯লক্ষ ৫০হাজার টাকা নীট মূল্যের মধ্যে ৫০% মূল্যে বাটাজোর গ্রামের কৃষক আ. আলীমকে বরাদ্ধ দেওয়া হয়। আরও ২টি মেশিন খুব শীঘ্রই আসবে।

স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা  দেশরতœ শেখ হাসিনা বরাবরই কৃষি বান্ধব একজন প্রধানমন্ত্রী। তিনি ভালুকার কৃষকের কথা বিবেচনা করে ৩টি কমাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছেন। তিনি কনখনই আমাকে নিরাশ করে না। ভতূর্কি মূল্যে কৃষকরা প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে অনেক খুশী। আমি ভালুকার কৃষকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি বিভাগকে ধন্যবাদ জানাই।

১লা মে শুক্রবার সকালে উপজেলার বাটাজোর গ্রামের কৃষক আ. আলীমের ভতুর্কি বাবদ ক্রয়কৃত হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার, কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন , ডাকাতিয়া ইউপি চেয়ারম্যার আলহাজ্ব সাইফুল ইসলাম , কাচিনা ইউনিয়ন আ’লীগ সভাপতি ফজলুল হক ননী , সাধারণ সম্পাদক আ. হালিম বি.এ প্রমুখ।

Print Friendly, PDF & Email