ভালুকায় মসজিদে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ
প্রকাশিতঃ ৭:৫৯ অপরাহ্ণ | মে ০৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল-কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে ৪টি মসজিদে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বরাইদ গ্রামের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, আকন্দবাগ জামে মসজিদ, বকুলতলা জামে মসজিদ ও উত্তরপাড়া জামে মসজিদে ওই কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় আল-কোরআন ফাউন্ডেশনের সদস্য আবু সাইদ সরকার, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আনছারী আকরাম, তানজিনা নীল, জেসমিন জেমি, মোহাম্মদ সেলিম মিয়া, মো. আরিফ, আসিফ আরাফাতসহ মসজিদ কমিটির সদস্য ও ইমাম মোযাজ্জিনগণ উপস্থিত ছিলেন।


