|

ভালুকায় সাংসদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৩:৪৫ অপরাহ্ণ | মে ০৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর নিজস্ব অর্থায়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলা মেদুয়ারী ইউনিয়ন পুলেরঘাট বিসমিল্লাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিত তৈল ও ১ টি সাবান।

অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহলাজ্ব আবুল কালাম আজাদ।

অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হেকিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email