ভালুকায় বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন ঢাকায় করোনায় মৃত্যু হওয়া পুলিশ কনস্টেবল
প্রকাশিতঃ ১২:৫২ পূর্বাহ্ণ | মে ১০, ২০২০
জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মারা যাওয়া পুলিশ কনস্টেবল জালালউদ্দিন খোকাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার উরাহাটি গ্রামে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।
কনস্টেবল জালালউদ্দিন খোকা (৪৭) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামে মৃত নজর আলীর ছেলে ।
কনস্টেবল জালালউদ্দিন খোকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব বিভাগের ট্রাফিক কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে রেখে গেলেন তিনি।
খোকার জানাযায় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৬ শে এপ্রিল জালালউদ্দিন খোকার করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষায় তার করোনা ভাইরাস(কভিড-১৯) পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্নোৎসর্গ করলেন।


