ভালুকায় আরও ১ করোনা রোগীর সন্ধান
প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ণ | মে ১০, ২০২০
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে ইব্রাহিম খলিল (২৭) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনার উপসর্গ থাকায় আজ ময়মনসিংহে নমুনা পরীক্ষা করা হলে রাতে তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
জানা যায়, ইব্রাহিম খলিল গাজীপুরের ভিয়েলা টেক্স কারখানায় ইলেকট্রিক অফিসার হিসেবে কর্মরত। গত ১০ দিন পূর্বে সে গাজীপুর থেকে গ্রামের বাড়ীতে আসে। ইব্রাহিম খলিল কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের নৈমুদ্দিনের ছেলে।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলার ধীতপুরে ১জন, হবিরবাড়ীতে ৩ জন, বিরুনীয়ায় ১ জন ও পৌরসভার ০১ জনসহ মোটা ৬জন করোনায় আক্রান্ত হয়। এর আগে আবু হানিফ নামের একজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়।


