|

ভালুকায় রান্না করে এতিমখানায় ইফতার দিচ্ছেন লামিয়া

প্রকাশিতঃ ১১:৩৬ অপরাহ্ণ | মে ১১, ২০২০

জাহিদুল ইসলাম খান,বিশেষ প্রতিবেদক : এবার নিজ হাতে রান্না করে এতিমখানায় ইফতার দিচ্ছেন মুক্তিযোদ্ধা কন্যা সমাজসেবিকা শারমিন খানম লামিয়া।ভালুকার সমাজসেবিকা লামিয়া একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা। নিজ উদ্যোগে করোনার প্রভাবে অসহায় মানুষদের পাশে আছেন বিগত ২মাস যাবত।

বৈশ্বিক মহামারী করোনার কারণে অসহায় ছিন্নমূল মানুষদের চাল,ডাল,বিতরণ,শিশুদের দুধ কেনার টাকা,গরীব অসহায়দের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা করা সহ নানামুখী কর্মকান্ডে ভালুকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

তিনি গত সপ্তাহ থেকে ভালুকার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এতিমখানা রান্না করে এতিমদের ইফতার বিতরণ করছেন। তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ হাফিজিয়া কওমী মাদ্রাসা,হবিরবাড়ী মুসলিম এতিমখানা ও পৌরসভার ৯নং ওয়ার্ড কানা মার্কেট এলাকার এতিমখানা মিলিয়ে প্রায় ২শত এতিমদের  ইফতার সামগ্রী বিতরণ করেন।

শারমিন খানম লামিয়া জানান, এতিমদের জন্য কিছু করতে পারলে অনেক তৃপ্তি পাই। আমি বর্তমানে এসব এতিমখানায় ইফতার বিতরণ করছি। আগামীতে তাদেরকে আর্থিক সহয়তা করবো। আমি সমাজের বিত্তবানদের এসব এতিমখানায় সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু করা যায় এবং করতে চেষ্টা করছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে। আমি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা ,দেশরত্ন শেখ হাসিনার আহবানে নিজ উদ্যোগে আমার সাধ্যমত করার চেষ্টা করছি।সকলে মিলেমিশে একসাথে চেষ্টা করলে আমরা এই দূর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাল্লাহ।


Print Friendly, PDF & Email