|

ভালুকায় ক্যান্সারে আক্রান্ত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন স্বেচ্ছাসেবকলীগ

প্রকাশিতঃ ৫:৩০ অপরাহ্ণ | মে ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মহামারী করোনা পরিস্থিতিতে ক্যান্সারে আক্রান্ত কৃষকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলীর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী ওই দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের অসহায় কবির হোসেনের প্রায় ৫০শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।

এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খাঁন, ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহসানুল ইসলাম হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ফরিদ হোসেন, উথুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, ভরাডোবা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাচিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর মেম্বার, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিরুনীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আজহার ফকির, মল্লিকবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান, বিরুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভরাডোবা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী বলেন, ‘তারা দলের নেতাকর্মীদের দিয়ে খোঁজ নিচ্ছেন কারা কারা অসহায় কৃষক। এরপর সেখানে দলের নেতাকর্মীদের নিয়ে ধান কেটে দিয়ে আসছেন। দলের তরুণ নেতাকর্মীরা কাজটি করে খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কাটার এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কারন ধান হলো কৃষকের জন্য বড় ফসল। কৃষক যদি এই ফসল ঘরে তুলতে পারে তবে মহামারির পরও খাদ্য সংকটের সমূহ সম্বাবনা থাকবেনা। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের তত্বাবধানে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে।

Print Friendly, PDF & Email