|

ভালুকায় স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা: আহত ২

প্রকাশিতঃ ৯:৪১ অপরাহ্ণ | মে ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার চাপরবাড়ি গ্রামে মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান ও তার ভাই আতিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা (নং ১১) রুজু করা হয়েছে। আহত দুজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, মৃত রুহুল আমীনের কবর স্থানে মোস্তাফিজুর ও তার ছেলেরা ড্রাম ট্রাক রেখে ও গরু চড়িয়ে কবর নষ্ট করে ফেলছে এমন অভিযোগে স্থানীয় চাপরবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের রুহুল আমীনের স্ত্রী মাহমুদা আক্তার বিচার দেন। পরে মুসল্লিরা ওই করব স্থানে এসে বিষয়টি মিমাংসা করে দেন।

এ ঘটনার জের ধরে ও পূর্বের অর্থনৈতিক লেনদেনের ঘটনায় আতাউর রহমানকে দোষারুপ করে রোববার সকালে দেশিয় অস্ত্র,স্বশস্ত্র নিয়ে সন্ত্রাসী মোস্তাফিজুর তাঁর ছেলে মামুন, মানিক, মনির তাঁর মেয়ে আকলিমা এসে আতাউরের উপর অতর্কিত হামলা করে। পরে খোঁজ পেয়ে আতাউরের ভাই আতিকুল ইসলাম তাঁর ভাইকে রক্ষা করতে আসলে তার ওপরও লোহার রড সাবল, বাঁশের লাঠি দিয়ে হামলা করে গুরুতর আহত করে। প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান ও তার ভাইয়ের ওপর হামলা করার কথা স্বীকার করে বলেন, আমাকে তারা খারাপ বানিয়েছে। আমার নামে আতাউর মাস্টার থানায় অভিযোগ করেছে সে আমার কাছে টাকা পায়। সেখানে কোনো স্বাক্ষী প্রমান না পেয়ে সেই বিচার এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দিয়েছে।

ভালুকা মডেল থানার এস,আই আমিনুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ওসি স্যারকে অবগত করার পর রোববার রাতে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email