|

ময়মনসিংহে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৪:৩০ অপরাহ্ণ | মে ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাউথ এশিয়ান lawyers’ ফোরাম ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট তাজুল ইসলাম খোকন এর নিজ উদ্যোগে বৈশ্বিক মহামারী এই দুর্যোগপূর্ণ সময়ে জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে বার সমিতির অসহায় কর্মচারী ও দুস্থ মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম দুলাল, ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এবং অত্র সংগঠনের সহ সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন দে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email