ভালুকায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদান
প্রকাশিতঃ ৩:১৪ অপরাহ্ণ | মে ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহে ভালুকায় নোভেল করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কর্মহীন, হতদরিদ্র অসহায় ভিক্ষুক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকালে উপজেলার বিরুনীয় ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ৪ টি সাবান, ৪ কেজি পেঁয়াজ ও ৬শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভালুকা এরিয়া সহকারী মহা ব্যবস্থাপক মো. মোতালিব খান, ভালুকা বিরুনীয়া শাখা ব্যবস্থাপক মো. হামিদুর রহমান, শাখা ব্যবস্থাপক সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলামসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।


