|

ভালুকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ণ | জুন ০৪, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কটন গ্রুপের গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় অবস্থিত কটন গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে আসলে, কারখানার গেইটে মিল কর্তৃপক্ষের লোকজন তাদেরকে কাজে যোগ দিতে মিলের ভিতর প্রবেশ করতে দেয়নি। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, বিনা নোটিশে সরকারি নিয়ম না মেনে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার পাঁয়তারা করছেন কারখানা কর্তৃপক্ষ। কাজে যোগ দিতে আসা শ্রমিকরা কারখানার গেইটে একত্রিত হয়ে মিল কর্তৃপক্ষের এ ধরণের বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করেও মিল কর্তৃপক্ষের কোন সারা না পাওয়ায়, এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সংবাদ পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সন্তোষ জনক সমাধানের আশ^াস প্রদান করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে, অবরোধকারী শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।

কটন গ্রুপের এডমিন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, করোনা সংক্রমন রোধে প্রায় দুইমাস বন্ধের পর সম্প্রতি সল্প পরিসরে মিল চালু ও শ্রমিকদের এপ্রিল মাসের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তাই কারখানার সব ইউনিট এখনো চালু হয়নি। যে সকল ইউনিট এখনো চালু করা হয়নি, সে সব ইউনিটের শ্রমিকরা বৃহস্পতিবার কাজে যোগ দিতে আসলে, তাদেরকে মিলে প্রবেশ করতে না দিয়ে কখন থেকে তারা কাজে যোগ দিবে তা জানানো হবে বলে বিদায় করা হয়েছে। কিন্ত শ্রমিকরা ধারনা করছেন যে, তাদের ছাঁটাই করার পায়তারা করা হচ্ছে, তাই না বুঝেই তারা বিক্ষোভ শুরু করেন। আসলে এটা একটা ভুল বুঝাবুঝি মাত্র।

ময়মনসিংহ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কটন গার্মেন্টস কর্তৃপক্ষ সকালে কিছু শ্রমিকদেরকে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

Print Friendly, PDF & Email