ভালুকায় পৌর ছাত্রলীগ নেতার উদ্যোগে বৃক্ষ রোপণ
প্রকাশিতঃ ১:৫০ অপরাহ্ণ | জুন ০৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভালুকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রলীগ নেতা ।
শুক্রবার বিকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের নির্দেশে ভালুকা পৌর ছাত্রলীগ নেতা মাহিবুর ইসলাম নিউটন পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এসময় অন্যান্নদের উপস্থিত ছিলেন, শান্ত চৌধুরী, হাসিব আহাম্মেদ, মেহেদি হাসান রাজু, টনিক আহাম্মেদ, স্বপন মিয়া, নাহিদ আকন্দ, বিজয় খান, ইসাক সরকার প্রমুখ।



