|

ভালুকায় বাসা বাড়িতে আগুন বার লাখ টাকার ক্ষতি

প্রকাশিতঃ ৮:৩১ অপরাহ্ণ | জুন ০৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ১১টি রুম পুড়ে ছাই হয়ে গেছে, এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (৮জুন) বিকেল সাড়ে চারটায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নওপাড়া এলাকার লুৎফর রহমান কাশেমের একটি বাড়িতে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে ঐ বাসার ভাড়াটিয়াদের ১১ টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

ভাড়াটিয়ারা জানান, আগুন লাগার সময় তারা বিভিন্ন কারখানায় ডিউটিরত অবস্থায় ছিলেন। এজন্য তালাবদ্ধ রুমগুলোতে তাদের নগদ অর্থ, অলংকার ও নিত্য ব্যবহৃত আসবাপত্র পুড়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, আগুন লাগার খবর একটু দেরিতে পাওয়ায় আমাদের আসতে একটু দেরি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ১২লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২৫লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আগুন লাগার স্থান স্থানীয় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু পরিদর্শন করেছেন। তিনি জানান আগুনে প্রায় ৪০লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। হিসেব করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে।

Print Friendly, PDF & Email