ভালুকায় একদিনে ৩৮ জনের কোভিড-১৯ পজেটিভ
প্রকাশিতঃ ২:২৬ পূর্বাহ্ণ | জুন ১০, ২০২০
মামুন সরকার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় আজ ৯ জুন মঙ্গলবার নতুন করে রেকর্ড সংখ্যক ৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যদিও কয়দিন আগেও সংখ্যাটা ছিলো খুবই কম। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন। মৃত্যু হয়েছে ১ জনের। করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ভালুকা উপজেলায় মারা গেছে ৩ জন।
উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হবিরবাড়ী ইউনিয়ন ও ভালুকা পৌর এলাকায়। ধারনা করা হচ্ছে উক্ত এলাকা গুলোতে মানুষের বসবাস ও চলাচল বেশি হওয়ার কারণে এখানে আক্রান্তের সংখ্যাও বেশি।
আজকে ৭৫২ টি নমুনার পরীক্ষা করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে, যার মাঝে ভালুকার রেকর্ড সংখ্যক ৩৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে পৌরসভা ০৪ জন,হবিরবাড়ী ২৭ জন,ভরাডোবা ০২জন,রাজৈ ০১ জন ,মেদুয়ারী ১জন,কাচিনা ০১ জন,মল্লিকবাড়ী ০১ জন,বিরুনীয়া ০১জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।


