ভালুকার সাংসদের মাতা বীর মুক্তিযোদ্ধা খাইরুনন্নেছা আর নেই
প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ণ | জুন ২৫, ২০২০
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মাতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের শাশুড়ি প্রয়াত সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিনের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী খাইরুনন্নেছা আফসার (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকালে ভালুকা সরকারী কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
মুক্তিযোদ্ধা খাইরুনন্নেছা আফসারের মৃত্যুতে স্থানীয় পেশাজীবি, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনী পেশার মানুষ গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন।


