মুজিব
প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ণ | জুন ২৭, ২০২০
আবুল বাশার শেখঃ
মাথার ওপর একটি আকাশ
একটি তার সূর্য,
বাংলাদেশ মানেই মুজিব
মুজিব রণ তুর্য।
মুজিব কন্ঠ সারা বাংলায়
শুনতে লাগে মধুর,
মুজিব মানে সবার প্রাণে
স্বপ্ন দেখা ভোর।
লেখকঃ কবি ও সাংবাদিক, দপ্তর সম্পাদক, ভালুকা প্রেসক্লাব।


