|

ময়মনসিংহের ভালুকা সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিতঃ ৯:৫৪ অপরাহ্ণ | জুন ২৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের আহবানে হাবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদি এমরান রাজু, সিয়াম, বিজয়, ইসাহাগ, অরুন, রিফাত প্রমুখ ওই বৃক্ষরেপাণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

রবিবার সকালে ৬নং ভালুকা ইউনিয়নের সড়কের পাশে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় বনজ, ফলদ ও ভেষজ ১০টি গাছ রোপণ করা হয়।

Print Friendly, PDF & Email