ময়মনসিংহে ভালুকা পৌর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিতঃ ৯:৫৮ অপরাহ্ণ | জুন ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ভালুকা পৌর শাখা ছাত্রলীগের কর্মীরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিনের আহবানে ভালুকা পৌর ছাত্রলীগ নেতা মাহিবুর ইসলাম নিউটনের আয়োজনে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
রবিবার বিকালে শহরের পাইলট উচ্চ বিদ্যালয় ও মল্লিকবাড়ি সড়কে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান হৃদয়ের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় বনজ, ফলদ ও ভেষজ প্রায় ১শত গাছ রোপণ করা হয়।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা ওয়াসিক আরিফ হাসিব, টনিক ঢালী, জিসান আহাম্মেদ, রাব্বি রায়হান, মামুন আহাম্মেদ, মো. স্বপন, তোফায়েল আহাম্মেদ প্রমুখ।


