|

ভালুকায় এজেন্ট ব্যাংকিংয়ের বাটাজোর শাখা উদ্ভোদন

প্রকাশিতঃ ৫:১০ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মেসার্স জে কে এন্টারপ্রাইজ বাটাজোর এজেন্ট ব্যাংকিং স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. জাকির হোসেন।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম বি.এ., খালেকুজ্জামান তালুকদার, সাবেক চেয়ারম্যান হুমায়ুন আহমেদ, সোনার বাংলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এনামুল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ. জলিল, গিয়াস উদ্দিন, খোন্দকার জুলফিকার আহমেদ, আলহাজ্ব মো. তসলিম উদ্দিন খান, রাসেল সরকার, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর ফকির, সাদিয়া আফরিন, হিমেল তালুকদার, রশিদ শিকদার, তারিকুল ইসলাম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন বাটাজোর কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা আশরাফুল ইসলাম।

Print Friendly, PDF & Email