ভালুকায় মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি
প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ভালুকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের আয়োজনে ওই বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে স্থানীয় কৃষক ও একটি এতিমখানা মাদরাসায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জেসমিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


