|

হাবিবুল্লাহ চৌধুরীর মৃত্যুতে যুবদল সম্পাদক রাসেলের শোক

প্রকাশিতঃ ৭:০০ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান, মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ভালুকা উপজেলা বি এন পি’র সাবেক সহ সভাপতি, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি,সাবেক সাংসদ মরহুম আফতাব উদ্দিন চৌধুরীর তৃতীয় ছেলে ও সাবেক সাংসদ মরহুম আমান উল্লাহ চৌধুরীর ছোট ভাই হাবিবুল্লাহ চৌধুরী ( মনু মিয়া) গত রাত ১২ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রকিবুল হাসান খান রাসেল।

এক শোকবার্তায় রাসেল বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী নীতি ও আদর্শে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গভীর আস্থাশীল ছিলেন। তিনি বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্রকে উদ্ধার করার আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ নেতৃত্ব বিএনপির নেতা-কর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমরা তার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবার যেন এ শোক বইতে পারে আল্লাহ তাদের কে ধৈর্য দরার তৌফিক দান করুন।’

Print Friendly, PDF & Email