|

ভালুকায় ব্যাক্তি উদ্যোগে ২হাজার মাস্ক বিতরণ

প্রকাশিতঃ ১১:১০ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ব্যাক্তি উদ্যোগে ২হাজার মাস্ক বিতরণ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত মফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি। বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধ করতে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠালী গ্রামে সাধারণ মানুষের মাঝে দুই হাজার পিস মাস্ক বিতরণ করেছে তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক আহাম্মেদ ও সুহেল রানা, খোকা মিয়া, মঞ্জুরুল ইসলাম, মিতুল আহাম্মেদ প্রমুখ।
প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি বলেন, ‘আমরা এখনও সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এ বৈশি^ক মহামারি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে সচেতন থেকে মাস্ক ব্যবহার করতে হবে। তাই আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করছি।’

উল্লেখ্য, মাহমুদা সুলতানা মুন্নি ভালুকায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ব্যাক্তিগত ভাবে করোনাকালিন সময়ে প্রায় ৫শতাধিক মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email